October 11, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Alipurduar : ভবিষ্যৎ অনিশ্চয়তায় জাতীয় উদ্যানের অস্থায়ী কর্মীরা

আলিপুরদুয়ার , ২৫ ডিসেম্বর : বড়দিনের দিন আন্দোলনে জলদাপাড়া জাতীয় উদ‍্যানের মাহুত , পাতাওয়ালা ও অস্থায়ী বনকর্মীরা । যারা জঙ্গল রক্ষা করে , হাতির মুখে খাবার তুলে দেয় ,পাশাপাশি হাতির দেখভাল করে , বন দপ্তরের  সেই সমস্ত অস্থায়ী কর্মীরা নিজেদের ভবিষ্যৎ এক প্রকার অন্ধকার দেখছেন।

দীর্ঘদিন ধরে এই কাজে নিয়োজিত থাকলেও তাদের বেতন বাড়েনি এক টাকা | এমনকি এ বছর পুজোর বোনাস থেকেও বঞ্চিত হয়েছেন অনেকেই । নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যে সমস্ত অস্থায়ী বন কর্মীরা দিনরাত জঙ্গলে কাজ করেন তাদের অবস্থা আজ সঙ্গীন ।

তাই অস্থায়ী বনকর্মী , মাহুত , পাতাওয়ালাদের স্থায়ীকরণের দাবি , অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি,বকেয়া বোনাস প্রদানের দাবি সহ একাধিক দাবিতে রবিবার বড় দিনের দিন জলদাপাড়া সহকারী বন‍্যপ্রাণ আধিকারিকের কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন তারা । তাদের তিন দিনের এই আন্দোলনের আজ প্রথম দিন । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *