October 30, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Bonus : পুজোর আগে বোনাস নেই , নিরাশ চা শ্রমিকরা

শিলিগুড়ি , ১০ অক্টোবর : দুর্গা পুজোর আর মাত্র কয়েকদিন বাকি । বোনাস না মেলায় চিন্তায় চা বাগানের শ্রমিকরা ।

চা বাগানে শ্রমিকদের ২০% বোনাসের দাবিতে চলছে লাগাতার আন্দোলন | বিক্ষোভে শামিল চা শ্রমিক সংগঠনের বিভিন্ন ইউনিয়ন । মঙ্গলবার সকাল থেকেই জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝার চা বাগানের গেটে বোনাসের দাবিতে বিক্ষোভ দেখান চা শ্রমিকরা।

দুর্গা পুজোর আর মাত্র কয়েকদিন বাকি । এখনও বোনাস দিতে পারছে না চা বাগান কর্তৃপক্ষ । চা বাগান শ্রমিকরা বিক্ষোভ সমাবেশে সামিল । ডিবিআইটি এর চেয়ারম্যান তথা ডেঙ্গুয়াঝার চা বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার জীবনচন্দ্র পান্ডে টেলিফোনে জানান , বোনাস নিয়ে আলোচনা চলছে । খুব শীঘ্রই সমস্যা সমাধান হবে , আশাবাদী মালিকপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *