December 4, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Court : দেশী পিস্তল সহ গ্রেপ্তার

শিলিগুড়ি , ১০ অক্টোবর : দেশী পিস্তল সহ এক দুস্কৃতীকে গ্রেপ্তার করল এনজেপি থানার পুলিশ । শারদীয়া উৎসবের আগে আগ্নেয়াস্ত্র উদ্ধারে চিন্তার ভাঁজ প্রশাসনিক মহলে ।
সোমবার রাতে জটিয়াকালী থেকে মেহেবুব খান নামে এক যুবককে দেশী পিস্তল ও একটি কার্তুজ সহ গ্রেপ্তার করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ ।

ধৃত জটিয়াকালি নিপানিয়ার বাসিন্দা । এদিন সন্ধ্যায় পুলিশ জানতে পারে যে এক যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে জটিয়াকালি এলাকায় ঘোরাফেরা করছে । সেই খবরের সূত্র ধরে অভিয়ান চালায় এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ ।

অস্ত্র সহ গ্রেপ্তার করে ওই দুস্কৃতীকে । ধৃত যুবকের বিরুদ্ধে একাধিক অসামাজিক কাজের অভিযোগ রয়েছে পুলিশের কাছে । ধৃত যুবক দেশী পিস্তলটি বিক্রির উদ্যশ্য সেখানে নিয়ে এসেছিল । ধৃতকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *