October 11, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Elephant Death : নদীর ধার থেকে উদ্ধার অন্তঃসত্ত্বা হাতির দেহ

শিলিগুড়ি , ৯ অক্টোবর : উত্তরের জঙ্গলে ফের হাতি মৃত্যুর ঘটনা | এবার নদীর ধার থেকে উদ্ধার অন্তঃসত্ত্বা হাতির দেহ |

একের পর এক হাতি মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে উত্তরের জঙ্গলে । রবিবার সকালে বক্সা ব্যাঘ্র প্রকল্পের কার্তিকা জঙ্গল লাগোয়া হরগড়ি বস্তির পাশে তুরতুরি নদীর পাড়ে পরে থাকতে দেখা যায় হাতির মৃতদেহ | স্থানীয় বাসিন্দারা খবর দেয় বনবিভাগে । খবর পেয়ে নর্থ রায়ডাক রেঞ্জের অফিসার শ্যামল মণ্ডল বন কর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। যায় শামুকতলা থানার পুলিশও ।

তবে কিভাবে হাতিটির মৃত্যু হয়েছে সে ব্যাপারে এখন স্পষ্ট করে কিছু জানাতে পারেনি বন কর্তারা । তবে হাতিটি পূর্ণবয়স্ক ও অন্ত:সত্ত্বা বলে জানা গিয়েছে । বনকর্মীরা ঘটনাস্থল থেকে হাতিটিকে ক্রেন দিয়ে তুলে কার্তিকার জঙ্গলে নিয়ে গিয়েছে । আজ অর্থাৎ সোমবার ময়নাতদন্ত  করার পর সেখানেই দেহ সৎকার করা হবে বলে জানানো হয়েছে । হাতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই প্রচুর মানুষ নদীর পাড়ে এসে ভিড় জমান । অনেকে ফুল দিয়ে মৃত হাতিটির প্রতি শ্রদ্ধাও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *