December 14, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

United : ইউনাইটেড ফ্রন্ট ফর সেপারেট স্টেটের প্রথম সম্মেলন

শিলিগুড়ি , ১৬ অক্টোবর : ইউনাইটেড ফ্রন্ট ফর সেপারেট স্টেটের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হল শিলিগুড়ির দাগাপুর এলাকায় একটি হল ঘরে। সোমবার দুপুরে এই সম্মেলনে পৃথক রাজ্যের দাবি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।

মূলত কামতপুর প্রগ্রেসিভ পার্টি , কামতাপুর পিপলস পার্টি , গোর্খা জনমুক্তি মোর্চা , গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন , বির বিরসা মুন্ডা ইল উগলান , ST SC OBC মুভমেন্ট মঞ্চ , ভূমিপুত্র কো-অর্ডিনেশন পার্টির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মূলত পৃথক রাজ্যের দাবী নিয়ে যে সমস্ত রাজনৈতিক দলগুলি দীর্ঘদিন ধরে আন্দোলন করছে তাদের আন্দোলনকে আরও জোরালো করতে এই ফ্রন্ট তৈরি করা হয়েছে । এদিন এই ফ্রন্টের প্রথম সভা হল। পৃথক রাজ্যের দাবিতে এবার সমস্ত দলগুলি একত্রিত হয়ে শিলিগুড়ি ও কলকাতাতে আন্দোলন করবে গণতান্ত্রিক পদ্ধতিতে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *