India : ভারতে প্রবেশের অভিযোগে এক চিনা নাগরিককে গ্রেপ্তার করল SSB
শিলিগুড়ি , ২০ জুলাই : অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে এক চিনা নাগরিককে আটক করল এসএসবি । পানিট্যাঙ্কির নেপাল সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে অভিযুক্ত। আটক ওই চিনা নাগরিকের নাম ইয়ংজিং পেং (৩৯) । তার বাড়ি চিনের গুয়াংডং প্রদেশে । তদন্তের স্বার্থে তাকে রাতেই খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গতকাল নেপাল থেকে ভারতে […]