May 11, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Bagdogra : আগাম সূচনা না দিয়ে বাতিল বিমান , ক্ষোভ যাত্রীদের

শিলিগুড়ি , ২৭ ফেব্রুয়ারী : বিমান বাতিল হ‌ওয়ায় বাগডোগরা বিমানবন্দরে ক্ষোভ প্রকাশ বিমান যাত্রীদের । এক রোগীকে চিকিৎসার জন্য বিকেল ৪ টায় বাগডোগরা থেকে ব্যাঙ্গালুরু নিয়ে যাওয়ার কথা ছিল | আগাম সূচনা না দিয়েই বাতিল করে দেওয়া হয় বলে অভিযোগ । বাতিল শুনতে পেয়ে বাগডোগরা বিমানবন্দরে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা । স্পাইসজেট বিমান সংস্থার বিমান বাতিল হ‌ওয়ায় ক্ষোভ ফেটে পড়েন যাত্রীরা ।

পাশাপাশি বিমান বাতিল প্রসঙ্গে কোনো তথ্য দিচ্ছে না বিমান সংস্থা । এদিন বিমানে ৩৪ জন রেলকর্মী , বিশ্ববিদ্যালয় পড়ুয়া ও রোগীরা ছিলেন । তবে এ বিষয়ে কোন মন্তব্য করেনি বিমান সংস্থা ও বিমানবন্দর কর্তৃপক্ষ ।

রেলকর্মী রাঘব ইন্দ্র কৌশিক জানান , ব্যাঙ্গালোর থেকে আসার পর আজ যাওয়ার টিকিট ছিল । কিন্তু বিমানবন্দরে এসে দেখেন বিমান পরিষেবা বাতিল করা হয়েছে । কেন বিমান পরিষেবা বাতিল তার কারণ জানানো হয়নি । সরকারি কর্মী হিসেবে আগামীকাল কাজে যোগ দিতে হবে । বিমানবন্দর বলছে ২ দিন পর টিকিট হবে । এক‌ইভাবে ক্ষোভ প্রকাশ করেন অন্য যাত্রীরা।

অপরদিকে সেই বিমানের এক যাত্রী যিনি বাঙ্গালোর চিকিৎসা করাতে যাচ্ছিলেন আগামীকাল তার এপয়েন্টমেন্ট ছিল | তিনিও সমস্যার সম্মুখীন হন | এরপর বিমান যাত্রী একদল রেলকর্মীরা মিলে তাকে অন্য ফ্লাইট এর টিকিট কিনে দেয় ও তিনি সুষ্ঠ মতন নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন | এইজন্যে তিনি তাদের ধন্যবাদ জানিয়েছেন |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

DMCA.com Protection Status