September 18, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Court : বিপুল পরিমাণ মাদক পদার্থ সহ গ্রেপ্তার দুই

শিলিগুড়ি , ১৪ মে : ফের বিপুল পরিমাণে মাদক পদার্থ সহ গ্রেপ্তার দুই । ধৃতদের নাম ললিতা বর্মন (৩৩) এবং বল বাহাদুর তামাং (৩৮) ।

গোপন সূত্রে খবরের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় পানিট্যাঙ্কির ওভার ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায় খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ । সন্দেহভাজন দু’জনকে আটক করে তল্লাশি চালালে তাদের হেফাজত থেকে উদ্ধার হয় ৫২ ব্রাউন সুগার ও ১৯ বোতল নেশার জন্য ব্যবহারকারী কাফ সিরাপ সহ প্রায় লক্ষাধিক টাকা ।

ধৃতদের গ্রেপ্তার করে খড়িবাড়ি থানায় নিয়ে যাওয়া হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে , ধৃত ব্যক্তি সিকিম থেকে পানিট্যাঙ্কিতে মাদক কিনতে এসেছিল । আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *