September 18, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Matigara Police : যুবতীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

শিলিগুড়ি , ৮ জুন : এক যুবতীকে গণধর্ষণের অভিযোগে শিলিগুড়ির মাটিগাড়ার শিমুলতলা থেকে দুই যুবককে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশ। ধৃতদের আজ তোলা হল শিলিগুড়ি আদালতে । ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায়।

ধৃত দুই যুবক ওই নির্যাতিতা যুবতীর বন্ধু । গতকাল তারা ওই যুবতীকে ডেকে নিয়ে যায় এবং শিমুলতলা চা বাগানে নিয়ে গিয়ে তার গণধর্ষণ করে বলে অভিযোগ । ঘটনার পরেই রাতে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই যুবতীর পরিবার । অভিযোগ পেয়েই কিছুক্ষনের মধ্যেই ওই দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ ।

ধৃতদের নাম নিলয় সরকার ও আকাশ মন্ডল। ধৃত দু’জনকে বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে তোলা হয় । ঘটনার তদন্তে নেমেছে মাটিগাড়া থানার পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *