September 13, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

BJP : বিজেপির জাতীয় কমিটিতে বড়সড় রদবদল

শিলিগুড়ি , ২৯ জুলাই : বিজেপির জাতীয় কমিটিতে বড়সড় রদবদল । বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির পদ থেকে বাদ পড়লেন দিলীপ ঘোষ । বর্তমানে শুধুমাত্র সাংসদ পদেই বহাল থাকলেন তিনি । আর এরপরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর | তবে কি আগামীতে মন্ত্রী পদ পেতে চলেছেন দিলীপ ঘোষ |

শনিবার সকালে বিজেপির জাতীয় কমিটির নাম ঘোষণা করা হয় । সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা এই কমিটির নাম ঘোষণা করেন । কমিটিতে দেখা যায় শুধুমাত্র বাংলা থেকে অনুপম হাজরার নাম রয়েছে । দলের সচিব হিসেবে অনুপম হাজরার নাম ঘোষণা করা হয়েছে ।

সূত্রের খবর , সামনেই রয়েছে লোকসভা নির্বাচন । এই নির্বাচনে রূপরেখা অনুযায়ী বিজেপির জাতীয় স্তরে রদবদল করা হয়েছে । যদিও সর্বভারতীয় সহ সভাপতির পদ থেকে দিলীপ ঘোষ সরিয়ে দেওয়া নিয়ে জল্পনা তুঙ্গে রাজ্য রাজনীতিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *