December 13, 2024
Sevoke Road, Siliguri
রাজনীতি

BJP : উপনির্বাচনের প্রচারে পায়ের তলার মাটি শক্ত করছে বিজেপি

শিলিগুড়ি , ৮ নভেম্বর : উপনির্বাচনের প্রচারে পায়ের তলার মাটি শক্ত করছে বিজেপি | আজ সকালে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সড়কপথে আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের উদ্দেশ্যে রওনা দেন সুকান্ত মজুমদার । ১৩ নভেম্বর ওই আসনে উপনির্বাচন রয়েছে । বিমানবন্দর থেকে নির্বাচনী প্রচারের উদ্দশ্যে রওনা দেন তিনি ।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন , “রাজ্য সরকার গত নির্বাচনে যে ভূমিকা নিয়েছিল এবার যদি না নেয় তবে মাদারিহাট আসন তারা অবশ্যই জিতবে । আর এখনই ভবিষ্যতবাণী করে যাচ্ছি যে ২০২৬ এ বিজেপি মাদারিহাট আসনটি বিপুল ভোটে জিতবে।”

বিমানবন্দরে সুকান্ত মজুমদার জন বারলা প্রসঙ্গে বলেন , “বিজেপির ভোট বিজেপির প্রতীকের সঙ্গে থাকে । কারো মুখের সঙ্গে নয়। আমি তার সঙ্গে দেখা করেছি। তিনি বিজেপিতেই ছিলেন। আমার দৃঢ় বিশ্বাস তিনি আমাদের দলের সঙ্গেই থাকবেন”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *