September 13, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : নাবালিকা পাচারের ঘটনায় গ্রেপ্তার আরও এক অভিযুক্ত

শিলিগুড়ি , ১৪ অগাষ্ট : শিলিগুড়িতে নাবালিকা পাচারের ঘটনায় গ্রেপ্তার আরও এক অভিযুক্ত । ধৃতের নাম মহম্মদ সলমান। তাকে বিহারের দ্বারভাঙা থেকে গ্রেপ্তার করে শিলিগুড়ি জংশন জিআরপি থানা ।
গত ১১ অগাষ্ট নাবালিকা পাচারের অভিযোগে শিলিগুড়িতে গ্রেপ্তার হয় এক সিভিক ভলেন্টিয়ারের স্ত্রীকে । পাশাপাশি পাচারের অভিযোগে আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করে শিলিগুড়ি জংশন জিআরপি থানা। অভিযোগ , চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুই নাবালিকাকে দিল্লীতে পাচার করার পরিকল্পনা ছিল। শিলিগুড়ি জংশন জিআরপিতে এ নিয়ে অভিযোগ দায়ের হতেই প্রথমে মহম্মদ নাসিরুদ্দিন ও সাহেদা আনসারি নামে দু’জনকে গ্রেপ্তার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে দুই নাবালিকাকে এনজেপি থেকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় আরও তিন মহিলাকে। ধৃতদের নাম সুহানা আনসারি, জারিনা বেগম ও জয়গুন নিশা আনসারি। জয়গুন নিশা আনসারি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে কর্মরত এক সিভিক ভলেন্টিয়ারের স্ত্রী বলে জানা যায়।

তদন্তে নেমে ঘটনায় ষষ্ঠ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় । আজ ধৃতকে আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে জংশন জিআরপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *