September 16, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Investigation : স্বাধীনতা দিবসের দিন স্নান করতে গিয়ে মৃত্যু রেলকর্মীর

শিলিগুড়ি , ১৬ অগাষ্ট : স্বাধীনতা দিবসের দিন স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক রেল কর্মীর । মৃত রেলকর্মী শিলিগুড়ির ৩৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা | নাম শুভঙ্কর দাস (৩৭) |

গতকাল এক বন্ধু এবং এক আত্মীয়ের সঙ্গে রাজগঞ্জের আমবাড়ি ব্যারেজে স্নান করতে গিয়েছিলেন শুভঙ্কর । সেখানেই জলে ডুবে মৃত্যু হয় তার । ঘটনার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা ।

বুধবার ময়নাতদন্তের পর মৃতদেহ বাড়িতে নিয়ে যায় পরিবারের সদস্যরা । তবে এই ঘটনার পেছনে রহস্য রয়েছে বলেই অনুমান পরিবারের সদস্যদের । মৃত শুভঙ্কর দাস শিলিগুড়ির এনজেপি রেল স্টেশনে ইয়ার্ড মাস্টারের পদে কর্মরত ছিলেন। কয়েক বছর আগে তার স্ত্রী মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *