September 13, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Red Panda : দার্জিলিং চিড়িয়াখানায় জন্ম নিল দুটি রেড পান্ডা

শিলিগুড়ি , ১৪ অগাষ্ট : দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জিওলজিক্যাল পার্ক অর্থাৎ দার্জিলিং চিড়িয়াখানায় জন্ম নিল দুটি রেড পান্ডা শাবক । খুশির হাওয়া পার্ক জুড়ে । সর্বক্ষণ পার্ক কর্মীদের পর্যবেক্ষণ রয়েছে শাবকগুলি ।

পার্কের দুটি স্ত্রী রেড পান্ডা তিস্তা ও নীরার সঙ্গে সিঙ্গালিলা পার্কে থাকা বন্যরেড পান্ডার প্রজনন ঘটিয়ে সাফল্য পেয়েছে পার্ক কর্তৃপক্ষ। পার্কে থাকা দুটি রেড পান্ডা একটি করে শাবকের জন্ম দেয় চালিত মাসে । সোমবার সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছে পদ্মযা নাইডু হিমালায়ান জিওলজিক্যাল পার্কের ডিরেক্টর বাসবরাজ হলেইচী। তিনি জানিয়েছেন আপাতত ওই দুটি রেডপান্ডা শাবককে পর্যবেক্ষণে রেখেছে পার্ক কর্তৃপক্ষ । অন্যদিকে তিনি আরও জানিয়েছেন , দার্জিলিং চিড়িয়াখানায় থাকা স্নো লেপার্ড জিম্বা একটি শাবকের জন্ম দিয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *