November 13, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Accident : গাড়ির চাকা খুলে দুর্ঘটনা , মৃত এক

শিলিগুড়ি , ১৮ মে : ফের জাতীয় সড়কে পথ দুর্ঘটনা | ছোট গাড়ি ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ । বৃহস্পতিবার সকালে খড়িবাড়ির প্রসাদু জোত এশিয়ান হাইওয়ে ২ তে ছোট গাড়ি ও ট্রাক্টরের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল এক যাত্রীর । স্থানীয় বাসিন্দা রানা সিংহ জানান ছোট গাড়িটি চলন্ত অবস্থায় আসার সময় একটি চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরকে মুখোমুখি ধাক্কা মারে ।

ঘটনাস্থলে ছোট গাড়ির এক যাত্রীর মৃত্যু হয়েছে এবং ৫ জন যাত্রী জখম হয় । সঙ্গে ট্রাক্টর চালক ও জখম হয়েছেন। আহতরা হল বাহাদুর ছেত্রী , পরলাথ লামিছানি , উষা পন্থী শর্মা , তপন নিরোলা ও কোইরাম শর্মা। আহতরা নেপাল ও অরুনাচল প্রদেশের বাসিন্দা । স্থানীয়রা আহতদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতাল পাঠানোর পর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাদের স্থানান্তরিত করা হয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে খড়িবাড়ি থানার পুলিশ পৌঁছে যানজট নিয়ন্ত্রণ করে । ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ । মৃত ব্যক্তির নাম গঙ্গা প্রসাদ সারু , মৃত ভারতীয় সেনাবাহিনীর জ‌ওয়ান ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *