July 27, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Sikim : তুষারঝড়ে মৃত যুবকের পরিবারের সঙ্গে দেখা করলেন মেয়র

শিলিগুড়ি , ৫ মার্চ : সিকিমের তুষারঝড়ের কবলে পড়ে মৃত্যু হল শিলিগুড়ি পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ড এর শক্তিগড়ের ১১ নম্বর রাস্তার বাসিন্দা ২৮ বছর বয়সী যুবক সৌরভ রায়চৌধুরীর ।

সৌরভ অফিসের কাজে আরও তিনজনের সঙ্গে সিকিমে গিয়েছিলেন । সেখানে বরফ পড়ার খবর শুনতে পেয়ে দেখতে যান সৌরভ । সেই সময় প্রবল তুষার ঝড়ে আটকে পড়েন তারা। বাকি তিনজন আহত অবস্থায় বেঁচে ফিরলেও তুষারে চাপা পড়ে সৌরভের মৃত্যু হয় ।

সেনাবাহিনীর উদ্ধারকার্য শুরু হওয়ার অনেকটা সময় পরে সৌরভের মৃতদেহ খুঁজে পাওয়া যায় বলে তার কাকিমা রুনু রায়চৌধুরী জানান।

বুধবার সকালে তার বাড়িতে আসেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি জানান , সিকিমে ময়নাতদন্ত হওয়ার পর সৌরভের দেহ শিলিগুড়িতে আনা হবে । বাকি তিনজনের চিকিৎসা চলছে সিকিমে । সুস্থ হলে তাদেরও নিয়ে আসার ব্যবস্থা করা হবে। সরকার নিহতের পরিবারের পাশে থাকবে বলেও মেয়র গৌতম দেব জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *