May 12, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Leaseland : লিজল্যান্ড জমিগুলিকে ফ্রি হোল্ড করার দাবি

শিলিগুড়ি , ৫ মার্চ : চা বাগানের লিজ ল্যান্ড জমিগুলিকে ফ্রি হোল্ড লান্ড করার প্রতিবাদ জানিয়ে পথে নামল ইউনাইটেড ফোরাম ফর আদিবাসী রাইস । বুধবার শিলিগুড়ির মাল্লাগুড়ি থেকে প্রায় ৩৫ থেকে ৪০ টি চা বাগানের শ্রমিকরা একত্রিত হয়ে একটি প্রতিবাদ মিছিল করে । মিছিলটি মাল্লাগুড়ি থেকে শুরু করে হিলকার্ট রোড পরিক্রমা করে মহকুমা শাসকের দপ্তরে এসে শেষ হয়।

সেখানে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি মহকুমা শাসকের মাধ্যমে রাজ্য সরকারের কাছে পাঠানো হয় । এদিন সংগঠনের পক্ষ থেকে বলা হয় বিধানসভায় যে জমি সংক্রান্ত বিল আনা হয়েছে তাতে ৪ নম্বর বিলে বলা হয়েছে চা বাগানের লিজল্যান্ড জমিগুলিকে ফ্রি হোল্ড করা হবে ।

এই জমিগুলি যদি ফ্রি হোল্ড করা হয় তবে সেখানে জমি বিক্রি হয়ে যাবে ফলে বহু চা বাগান শ্রমিক বাগান ছাড়া হয়ে যাবে । তাই তারা এর তীব্র প্রতিবাদ জানায় । পাশাপাশি রাজ্য সরকার বর্তমানে যে সমস্ত চা বাগান শ্রমিকরা স্থায়ী তাদেরকে ৫ ডেসিমেল করে জমির পাট্টা দিচ্ছে । তবে এক্ষেত্রে দেখা গিয়েছে বর্তমানে ওই শ্রমিকরা যেখানে থাকছেন সেখানকার পাট্টা না দিয়ে অন্য জমির পাট্টা দেওয়া হচ্ছে । তাই এদিন তারা এর তীব্র প্রতিবাদ জানায় ।


					

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

DMCA.com Protection Status