October 10, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Accident : ডাম্পারের ধাক্কায় মৃত্যু যুবকের

শিলিগুড়ি , ১৩ মার্চ : শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের রাজগঞ্জের বন্ধুনগরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের । মৃত যুবকের নাম প্রসেনজিৎ বর্মন (২৮) । মাথাভাঙা এলাকার বাসিন্দা ছিলেন ওই যুবক ।

সোমবার সকালে মাথাভাঙা থেকে বাইকে করে শিলিগুড়িতে কাজের উদ্দেশ্যে আসছিলেন ওই যুবক । শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের রাজগঞ্জের কাছে বন্ধুনগর এলাকায় একটি ডাম্পার পেছন থেকে বাইকে ধাক্কা মারে । বাইক থেকে ছিটকে পড়ে ওই যুবক ।


ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের । ঘটনার পর পালিয়ে যায় ডাম্পারের চালক । এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আমবাড়ি ফাঁড়ির পুলিশ । পুলিশ দেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *