May 18, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Dengue : ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু যুবকের

শিলিগুড়ি , ৮ নভেম্বর : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ক্রিকেটারের |
শহরে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা | শিলিগুড়িতে এবার ডেঙ্গু আক্রান্তের পাশাপাশি মৃত্যু হল এক যুবকের | শিলিগুড়ি পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডের রাজীব গান্ধী বাই লেনের বাসিন্দা বাপ্পা রায় (৩০)। সোমবার জ্বর , সর্দি ও নানান শারীরিক সমস্যা নিয়ে খালপাড়ার একটি নার্সিংহোমে ভর্তি করা হয় বাপ্পা রায়কে । শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যায় তার পরিবারের সদস্যরা | ভোর বেলায় মৃত্যু হয় তার ।

পরিবারের সূত্রে জানা গেছে প্লেটলেট কমে যাওয়ার ফলেই মৃত্যু হয়েছে বাপ্পার । পরিবারের সদস্যদের অভিযোগ চার মাস ধরে বাপ্পা তার শ্বশুরবাড়ি শিলিগুড়ি পুরনিগমেয়র চার নম্বর ওয়ার্ডে ছিল । সেখানেই ডেঙ্গুতে আক্রান্ত হয় সে । নার্সিংহোমে চিকিৎসা চলাকালীন অবস্থার অবনতি ঘটলে মেডিকেল কলেজে ভর্তি করা হয় | আজ ভোরে তার মৃত্যু হয় ।

ওয়ার্ড বাসিরা জানান বাপ্পা খুব মিশুকে ছেলে ছিল | পাড়ার সব কাজেই তাকে দেখা যেত | তারই মৃত্যু কিছুতেই মানতে পারছেন না পাড়ার বাসিন্দারা । বুধবার সকালেই বাপ্পার মৃত্যুর খবর পেয়ে আসেন ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লক্ষীপাল। শোকের ছায়া দুই পরিবারে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

DMCA.com Protection Status