November 13, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

Politics : মহিলা নিগ্রহের সংখ্যা বাড়ছে , বিচার নেই : মীনাক্ষী মুখার্জি

শিলিগুড়ি , ৮ নভেম্বর : ঘোষপুকুরে ১৬ অগাস্ট ফারাবাড়ির নিগৃহীতা আদিবাসী মহিলা থানায় এজাহার করার পরেও দোষীরা শাস্তি না পাওয়ায় মীনাক্ষী মুখার্জির কাছে অভিযোগ করেন । জানান অভিযুক্তরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে । সেই সঙ্গে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে ।

গতকাল রাতে মীনাক্ষী মুখার্জি সেখানে পৌঁছালে গণধর্বষণে নিগৃহীতা মহিলা তার কাছে দোষীদের শাস্তির দাবি রাখেন | সব শুনে রাজ্যকে কটাক্ষ করেন মীনাক্ষী মুখার্জি , তিনি বলেন এই এলাকা থেকে যিনি লোকসভা – বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন , তিনি বিজেপির প্রতিনিধি । রাজ্যে রয়েছে তৃণমূলের সরকার । পুলিস মন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

রাজ্যে একের পর এক নারী নিগ্রহের ঘটনা ঘটছে । গত তিন চার মাসে এই শিলিগুড়িতেই ৫ থেকে ৬ টি ঘটনা ঘটেছে । যে ঘটনাগুলি প্রকাশ্যে এসেছে । এমন অনেক ঘটনা রয়েছে যা প্রকাশ্যে আসে না । এমন অনেক ঘটনা রয়েছে পুলিশের ভয়েতে কিংবা রাজনৈতিক চাপে প্রকাশ্যে আসে না । তিনি প্রশ্ন তোলেন এটাই কি ইনসাফ !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *