September 18, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

INTTUC : চা বলয়ে পাখির চোখ , আয়োজিত হবে কর্মশালা

শিলিগুড়ি , ২১ ডিসেম্বর : আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে চা বাগান এলাকায় সংগঠনকে মজবুত করতে উদ্যোগী আইএনটিটিইউসি । চা বাগানে সংগঠনকে শক্তিশালী করতে আইএনটিটিইউসি অনুমোদিত তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে একটি কর্মসূচি শুরু করা হয়েছে যার মধ্য দিয়ে বিভিন্ন চা বাগানে দলের পাঁচজন প্রধানদের নিয়ে কর্মশালা করা হচ্ছে |

বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে সাংবাদিক বৈঠকে এমনটাই জানান আইএনটিটিইউসি এর রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় । চারটি ক্লাসে বিভিন্ন ধরনের বিষয় তুলে ধরা হচ্ছে এবং এই বিষয়গুলিকে অন্যান্য চা বাগান নিয়ে বসবাসকারী মানুষের মধ্যে ছড়িয়ে দেবে এই পাঁচজন মুখিয়া । এই চারটি বিষয় হল চা বাগানের অভ্যন্তরে কিভাবে শ্রমিকরা কাজ করবে কিভাবে নিজেদের সুবিধা আদায় করে নেবে সেই সমস্ত বিষয় সম্পর্কে জানানো | পাশাপাশি শ্রম কোড যদি লাগু করা হয় তাহলে শ্রমিকদের ৮ ঘন্টার পরিবর্তে ১২ ঘন্টা কাজ করতে হবে ।

চলতি মাসের ১৯ তারিখ থেকে নাগরাকাটাতে এই কর্মশালা শুরু করা হয় ২৮ তারিখ শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত বিধান নগর এবং নকশালবাড়িতে এই কর্মশালার আয়োজন করা হবে। বিভিন্ন জায়গাতেই চলছে এই কর্মশালা । এর পাশাপাশি প্রভিডেন্ট ফান্ডের তথ্য লুকাচ্ছে কেন্দ্র সরকার এমন অভিযোগ ও তোলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন প্রভিডেন্ট ফান্ডের তথ্য না পাওয়ার কারণে চা বাগানের শ্রমিকরা এর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে |

প্রভিডেন্ট ফান্ড নিয়ে দুর্নীতি করছে কেন্দ্র সরকার । চলতি মাসের ২৮ তারিখে এই কর্মসূচি শেষ হলে আগামী দুই মাসের কর্মসূচি নিয়ে আলোচনা করবে দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *