September 18, 2024
Sevoke Road, Siliguri
জীবনধারা

Rath Yatra : উল্টো রথের যাত্রা নিয়ম মেনে

শিলিগুড়ি , ২৮ জুন : নিয়মনীতি মেনে শিলিগুড়ির সূর্যনগর মাঠ থেকে শিলিগুড়ি ইসকন মন্দিরের উল্টো রথের যাত্রা হল | যাত্রার সূচনা করলেন শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার।

বুধবার নিয়ম নীতি মেনে রথের সামনে ঝাড়ু দিয়ে উল্টো রথের যাত্রা শুরু হয়। এদিন আনুষ্ঠানিকভাবে এই যাত্রার শুভ সূচনা করেন শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার, ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লক্ষী পাল সহ অন্যান্যরা। এই প্রথমবার মন্দিরের বাইরে মাসির বাড়ি তৈরি করেছিল শিলিগুড়ি ইসকন মন্দির কর্তৃপক্ষ। শিলিগুড়ির সূর্য নগর মাঠে পুরীর গুন্ডিচা মন্দিরের আদলে মণ্ডপসজ্জা তৈরি করা হয়। সোজা রথের দিন মন্দির থেকে বেরিয়ে এই মাঠেই ছিল রথ । এই কয়েকদিন মাঠে চলছিল পুজো অর্চনা। বুধবার উল্টো রথের রীতি মেনে এই মাঠ থেকে বেরিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ফের মন্দিরে ফিরে যায় জগন্নাথ দেব, শুভদ্রা দেবী ও বলরাম দেবের রথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *