November 13, 2024
Sevoke Road, Siliguri
জীবনধারা

Iscon : প্রবীণ নাগরিকদের আনন্দ দিতে

শিলিগুড়ি , ৩১ ডিসেম্বর : কথায় আছে যার শেষ ভাল তার সব ভাল । তাই বছরের শেষ দিনে ৪১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শিবিকা মিত্তাল ওয়ার্ডের প্রবীণ নাগরিকদের নিয়ে পৌঁছে গেলেন শিলিগুড়ি ইসকন মন্দিরে । আজ সারাদিন ইসকন মন্দিরে ৪১ নম্বর ওয়ার্ডের প্রবীণ নাগরিকরা কীর্তন , আরতী এবং ভোগ প্রসাদ গ্রহণের মাধ্যমে দিনটি কাটালেন ।


৪১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শিবিকা মিত্তাল জানিয়েছেন ৩১ ডিসেম্বর এবং বছরের প্রথম দিন বাড়ির সকলে কোন না কোন ভাবে এই দুটো দিন উপভোগ করেন । তবে প্রবীণ নাগরিকদের দিনটি উপভোগ করার ইচ্ছে থাকলেও তাদের হয়ে ওঠে না । তাই ওয়ার্ডের প্রবীণ নাগরিকরা যাতে দিনটি উপভোগ করতে পারে সেই জন্য ওয়ার্ডের প্রায় ২০০ জন প্রবীণ নাগরিকদের নিয়ে চলে তিনি সময় কাটান শিলিগুড়ি ইসকন মন্দিরে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *