November 12, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Injured : নিয়ন্ত্রণ হারিয়ে অটোতে ধাক্কা , জখম ২

শিলিগুড়ি , ১৩ মার্চ : যাত্রীবাহী অটো ও মোটর সাইকেলের মুখোমুখি ধাক্কা । খড়িবাড়ির বাতাসীর এশিয়ান হাইওয়ে-২ জাতীয় সড়কে এই দূর্ঘটনা ঘটে । ঘটনায় জখম হয়েছেন মোটর সাইকেল চালক ও আরোহী । আহতরা হল মহম্মদ রিয়াজ ও মহম্মদ গুলজার।

যাত্রীবাহী অটোটি নকশালবাড়ি থেকে গলগলিয়া যাওযার সময় উল্টোদিক থেকে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোকে মুখোমুখি ধাক্কা মারে । আহতদের উদ্ধার করে প্রথমে বাতাসী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে খড়িবাড়ি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । পরে দূর্ঘটনাগ্রস্থ গাড়িকে উদ্ধার করেছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *