October 10, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Accident : স্কুটারের পিছনে ধাক্কা যাত্রীবাহী বাসের , জখম দম্পতি

শিলিগুড়ি , ১০ সেপ্টেম্বর : নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটারের পিছনে ধাক্কা যাত্রীবাহী বাসের। খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন উত্তর রামধন জোত এলাকায় এশিয়ান হাইওয়ে ২ সড়কের ঘটনা। খড়িবাড়ির পানিট্যাঙ্কির বাজারু জোতের এক দম্পতি নকশালবাড়ি যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন |

স্থানীয় সূত্রে জানা গেছে , পানিট্যাঙ্কি শিলিগুড়িগামী একটি বেসরকারি যাত্রীবাহী বাস রেষারেষি করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটারের পিছনে ধাক্কা দেয় । ঘটনায় গুরুতর জখম হন রবিন বর্মন ও কল্যানী রায় বর্মন।

পরে স্থানীয়রা আহতদের নকশালবাড়ি হাসাপাতালে ভর্তি করে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ । দুর্ঘটনাগ্ৰস্থ বাসটিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *