December 13, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

CRIME : চুরির অভিযোগে গ্রেপ্তার

শিলিগুড়ি , ১১ সেপ্টেম্বর : চুরির ঘটনার অভিযোগ পেয়েই ১২ ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ । ধৃতের নাম প্রকাশ কুমার শর্মা (২০) । ধৃত গুরুং বস্তি এলাকার বাসিন্দা।

গতকাল গুরুং বস্তি এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। ঘটনার পরই প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ । এরপর গতকাল রাতেই গুরুং বস্তি বাজার থেকে প্রকাশ কুমার শর্মাকে গ্রেপ্তার করা হয়।

আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে । ঘটনার তদন্তে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *