September 18, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Gold : ফুলবাড়ী থেকে উদ্ধার প্রায় ৭ কোটির সোনা , গ্রেপ্তার ২

শিলিগুড়ি , ৭ মার্চ : ফুলবাড়ী থেকে উদ্ধার প্রায় ৭ কোটির সোনা । ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ |

গোপন সূত্রের খবরের ভিত্তিতে কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের অধিকারিকরা শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে একটি চার চাকা গাড়ি বাজেয়াপ্ত করে । গাড়িতে তল্লাশি চালাতেই গাড়ি থেকে বেরিয়ে আসে ৭০ পিস সোনার বিস্কুট । যার ওজন প্রায় ১১ কেজি ৬২০ গ্রাম । আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ কোটি ৫৪ লাক্ষ ১৩ হাজার ৮০০ টাকা ।

দুই ব্যক্তি এই বিপুল পরিমান অর্থের সোনা ইন্দ্র মায়ানমার হয়ে মনিপুর থেকে গুরগাঁও তে পাচারের ছক কষেছিল । ঘটনায় সোনা সহ সেই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের অধিকারিকরা । ধৃতদের নাম মঞ্জিত ও অঙ্কিত দু’জনেই হরিয়ানার বাসিন্দা । এত বিপুল পরিমাণে সোনা পাচারের পেছনে কোন বড় মাথা জড়িয়ে রয়েছে কিনা সে বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের অধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *