October 10, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Court : গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার ২

শিলিগুড়ি , ১ জুলাই : বন্ধুর সঙ্গে বচসা পরে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার করা হয় দু'জনকে | ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র | 
আজ তাদের শিলিগুড়ি আদালতে তোলা হয় | 
শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশের ভক্তিনগর থানা সূত্রে জানা যায় গৌরব চক্রবর্তী এবং গৌরব সূত্রধর একই জায়গায় কাজ করত | কোনো একটি বিষয় নিয়ে এই দুই ব্যক্তির মধ্যে বচসা বাঁধে | এরই মধ্যে গৌরব সূত্রধর গৌরব চক্রবর্তীকে গুলি করে বলে অভিযোগ । গুলিতে আহত ব্যক্তি শিলিগুড়ির একটি নার্সিংহোমে চিকিৎসাধীন। 

ঘটনাটি ঘটেছিল খাইখাই বাজার এলাকায় । এরপরই ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ তদন্তে নেমে ফকদই বাড়ি এলাকার রতন ঘোষের বাড়ি থেকে 7.65mm একটি আগ্নেয়াস্ত্র সহ অভিযুক্তকে গ্রেপ্তার করে | পাশাপাশি গ্রেপ্তার করা হয় আরও এক অভিযুক্তকে | আজ তাদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *