December 12, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ উত্তরবঙ্গ

Crime : ফের সোনা সহ গ্রেপ্তার বিহারের বাসিন্দা

শিলিগুড়ি , ১ জুলাই : প্রায় ১ কিলো ৬২৮ গ্রাম সোনা সহ কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের হাতে গ্রেপ্তার এক । গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতকাল নিউ জলপাইগুড়ি স্টেশনে অভিযান চালিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকরা সোনা সহ হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় অভিযুক্ত বিকাশ কুমারকে | ধৃতের বাড়ি বিহারে ।

ধৃত সেই যুবক শিলিগুড়িকে করিডর বানিয়ে সোনা গুলি বিহারের ছাপড়ায় পাচারের ছক কষে ছিল বলে জানা গেছে । উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯৪ লক্ষ টাকা। আজ ধৃতদের আদালতে তোলা হয় কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকদের পক্ষ থেকে । পাশাপাশি এই ঘটনার সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *