December 4, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা দার্জিলিং

TOURIST : পর্যটন দপ্তরের পক্ষ থেকে সম্মানিত হলেন টুরিস্ট গাইডরা

শিলিগুড়ি , ২৭ সেপ্টেম্বর : বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পর্যটন দপ্তরের পক্ষ থেকে আয়োজিত হল একটি অনুষ্ঠান । বুধবার শিলিগুড়ির মৈনাক টুরিস্ট লজে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় | যেখানে পর্যটনের ক্ষেত্রে যারা ভালো কাজ করেছে এবং রাজ্য পর্যটন দপ্তরের থেকে টুরিস্ট গাইড হিসেবে যারা অনুমোদন পেয়েছে এবং ভালো কাজ করে এসেছে তাদের এদিন সংবর্ধিত করা হয় ।

পাশাপাশি পর্যটনের প্রসার এবং প্রচারে আরও কিভাবে কাজ করা যায় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় । এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যটন সংস্থার সদস্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখী হয়ে পর্যটন দপ্তরের জয়েন্ট ডিরেক্টর জ্যোতি ঘোষ বলেন , উত্তরবঙ্গের পর্যটন শিল্পের প্রসার ঘটাতে রাজ্য পর্যটন দপ্তরের থেকে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে | বর্তমানে হোম স্টের সংখ্যা ও অনেকটা বৃদ্ধি পেয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *