October 11, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Police Case : গাড়ি বোঝাই ব্যাটারি চুরির অভিযোগে গ্রেপ্তার

শিলিগুড়ি , ২৭ সেপ্টেম্বর : শিলিগুড়ি থেকে এক গাড়ি ব্যাটারি বোঝাই করে অসম পৌঁছানোর আগেই মাঝ পথেই ব্যাটারী নিয়ে চম্পট দিল গাড়ির চালক ও সহকারী চালক । ঘটনায় অভিযোগ পেয়ে তদন্ত নেমে সহকারী চালককে গ্রেপ্তার ভক্তিনগর থানার পুলিশ । ধৃত ব্যক্তির নাম মজবর রহমান(৬০)। ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , চলতি মাসের ২৫ তারিখে শিলিগুড়ি চেকপোস্ট এলাকা থেকে গাড়িতে ব্যাটারি বোঝাই করে অসমে একটি সংস্থার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল গাড়িটির । ব্যাটারি বোঝাই করে অসমের উদ্দেশ্যে রওনা দেয় গাড়িটি | অভিযোগ গাড়িটি ২৬ তারিখে অসমে পৌঁছানোর কথা থাকলেও অসমের ওই সংস্থা গাড়ি চালককে ফোনে যোগাযোগের চেষ্টা করে | কিন্তু গাড়ি চালকের ফোন বন্ধ থাকায় তাদের সন্দেহ হয় । এরপরই ২৫ তারিখ ওই সংস্থার তরফে শিলিগুড়ির ভক্তিনগর থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় ।

ঘটনার তদন্তে নেমে ২৬ তারিখ ভক্তিনগর থানার পুলিশের একটি টিম অসমে রওনা দেয় । সেখানে গিয়ে পুলিশ গাড়ির সহকারী চালক মজবর রহমানকে বিলসপাড়া ধুবরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পাশাপাশি তার বাড়ি থেকে ২৪ টি ব্যাটারি ও একটি পিকআপ ভ্যান বাজেয়াপ্ত করে । অন্যদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় অভিযুক্ত গাড়ির চালক পলাতক । তার খোঁজে তদন্ত শুরু করেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *