September 16, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা দেশ

Rail : নাশকতা রুখতে এবার নজরদারিতে সাহায্য করবে হকার , কুলিরা ও

শিলিগুড়ি , ১২ অগাস্ট : শুধু রেলের নিরাপত্তারক্ষীরাই নয় | এবার নজরদারি চালাবে রেলের সঙ্গে যারা ওতোপ্রতো ভাবে জড়িয়ে আছেন । এমনটাই ইঙ্গিত দিলেন আরপিএফ আধিকারিক |

সোমবার এনজেপি স্টেশনে হকার , কুলি , ট্যাক্সি অ্যাসোসিয়েশন , আইআরসিটিসি সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর গুলির সঙ্গে এক প্রস্থ বৈঠক করেন রেলের নিরাপত্তার দায়িত্বে থাকা আরপিএফ আধিকারিকরা । মূলত স্বাধীনতা দিবসের প্রাক্কালে জঙ্গি নাশকতা রুখতে উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ ও গুরুত্বপূর্ণ এনজেপি স্টেশনকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় প্রতিবার । নিরাপত্তারক্ষী সহ ডগ স্কোয়াড লাগাতার এই নজরদারিতে অংশ নেয় ।

তবে সম্প্রতি পার্শ্ববর্তী বাংলাদেশে অস্থিরতার ছড়ানোয় বাড়তি নজরদারি চালাবে রেল দপ্তর । এবার সাধারনের সাহায্য নিয়ে এই কাজটি করতে চান তারা । সেই কারণে রেলের সঙ্গে যারা জড়িত তাদেরকেও এই নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়। এদিনের বৈঠকে স্টেশন চত্বরে কি কি করনীয় , কি কি খামতি রয়েছে সেই সমস্ত কিছুর উপর সকলের সঙ্গে আলোচনা করেন আর পি এফ এর অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি কমিশনার রজত কুন্ডগীর ও আই পি এফ সোয়েব আলম খান।

বৈঠক শেষে সিকিউরিটি কমিশনার রজত কুণ্ডগীর তিনি জানান , রেলের নিরাপত্তা জোরদার করতে এবং সকলের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে । তিনি জানান , নিরাপত্তারক্ষীর পাশাপাশি যদি সাধারণ মানুষও নজরদারি করে তাহলে নাশকতার ছক সম্পূর্ণভাবে বানচাল করা যাবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *