December 13, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা রাজনীতি

Clash : এনজেপি এলাকায় তোলাবাজির অভিযোগ , মৃত এক

শিলিগুড়ি , ২ নভেম্বর : দীপাবলীর দিন পাঁচশো টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে গন্ডোগোলের জেরে প্রান হারালেন এক ব্যক্তি । মৃত ব্যাক্তির নাম মহম্মদ জহুরী (৫৮)। পরিবারের লোকের দাবি গতকাল সন্ধ্যায় শিলিগুড়ির ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মহম্মদ জহুরী বসে ছিলেন বাড়ির সামনে । সেই সময় এলাকারই কিছু লোকজন তার কাছে এসে পাঁচশো টাকা দাবি করেন বলে অভিযোগ । তিনি তা দিতে অস্বীকার করেন ।

সেইসময় দুষ্কৃতীরা তাকে লাথি ,ঘুষি এবং অন্য জিনিস দিয়ে আক্রমন করে বলে অভিযোগ । এরপরই তিনি সেখানে লুটিয়ে পড়েন । ঘটনার খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং বাড়ির লোক তাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানিয়ে দেন ।

পরিবারের অভিযোগ দীর্ঘদিন থেকেই এলাকায় তোলাবাজি চালাচ্ছে এলাকারই বেশ কিছু যুবক । স্থানীয় কাউন্সিলর এবং পুলিশকে বারবার বিষয়টা জানানো হলেও কেউ কোন ব্যবস্থা নেয়নি । যার জন্যই এই ঘটনা ।

যদিও এলাকার কাউন্সিলর শম্পা দত্ত নন্দীর স্বামী জয়দ্বীপ নন্দী জানিয়েছেন , ঘটনা শোনার পরই তিনি ছুটে এসেছেন শিলিগুড়ি জেলা হাসপাতালে। তোলাবাজির অভিযোগ রয়েছে কিনা তা দেখার দায়িত্ব পুলিশের। পুলিশ ঘটনার তদন্ত করে ব্যবস্থা নিক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *