September 16, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : ফের ডাকাতির ছক বানচাল , গ্রেপ্তার তিন অভিযুক্ত

শিলিগুড়ি , ১০ সেপ্টেম্বর : ফের ডাকাতির ছক বানচাল করল পুলিশ | প্রধান নগর থানার পুলিশ গ্রেপ্তার করল তিন অভিযুক্তকে | গতকাল গভীর রাতে তিন যুবক চম্পাসারি মহানন্দা সেতুর নীচে জড়ো হয়েছিল শহরে ডাকাতি করার পরিকল্পনায় এ খবর প্রধান নগর থানা পায় গোপন সূত্রে |

প্রধান নগর থানা থেকে সাদা পোশাকের পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দেখে যে তিন যুবক ধারালো অস্ত্র নিয়ে শহরে ডাকাতি করার পরিকল্পনা করছে । তাদের হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ |
ওই যুবকের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহার করা কাঁকড়া , ছুরি ও কাস্তে উদ্ধার করেছে পুলিশ । অভিযুক্ত তিন যুবকের নাম সঞ্জয় ভগত , রাজু গুপ্ত এবং রাজেশ যাদব।

আজ প্রধান নগর থানা পুলিশ তিন অভিযুক্তের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য তাদের শিলিগুড়ি আদালতে পেশ করেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *