October 5, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Fulbari : ফুলবাড়ি তিস্তা ক্যানেলে নিখোঁজ যুবক

শিলিগুড়ি , ১০ সেপ্টেম্বর : ফুলবাড়ি তিস্তা ক্যানেলে তলিয়ে গেল এক যুবক |

ফুলবাড়ি তিস্তা ক্যানেলে তলিয়ে গেল এক যুবক । ওই যুবকের নাম মৃগাঙ্ক চৌধুরি (২৩)। সে শিলিগুড়ির দেশবন্ধু পাড়া এলাকায় বাসিন্দা। জানা গিয়েছে যে শনিবারে রাতে দুই বন্ধু মিলে তিস্তা ক্যানেল এলাকায় আসেন। সেই সময় মৃগাঙ্ক হঠাৎই জলে পড়ে যায় ।

ঘটনার পর বন্ধুর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি । এদিন সকাল থেকেই ঘটনাস্থলে এনজেপি থানার পুলিশ ও বিপর্সযয় মোকাবিলা দলের সদস্যরা পৌঁছায় । সকাল থেকেই তলিয়ে যাওয়া যুবকের খোঁজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা দল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *