Khabar Samay Bangla Blog অপরাধ Drug : মাদক পাচারের ছক বানচাল , গ্রেপ্তার দুই মহিলা সহ ৩
অপরাধ

Drug : মাদক পাচারের ছক বানচাল , গ্রেপ্তার দুই মহিলা সহ ৩

শিলিগুড়ি , ৯ ডিসেম্বর : ফের শিলিগুড়িতে মাদক পাচারের ছক বানচাল । শহরে পৌঁছেও গিয়েছিল প্রচুর মাদক সহ মাদক কারবারীরা।
কিন্তু শেষ রক্ষা হল না ।
হাত বদলের আগেই ব্রাউন সুগার এবং নগদ প্রায় ৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত । গ্রেপ্তার দুই মহিলা সহ ৩ জন।

মাদক পাচারের উদ্দেশ্যে শিলিগুড়ির মাটিগাড়ার চাদমনি এলাকায় দুই মহিলা ও এক যুবক ব্রাউন সুগার নিয়ে দাঁড়িয়েছিল। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মাদক পাচারের ছক বানচাল করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও ডিটেকটিভ ডিপার্টমেন্ট।

রাস্তার ওপর ওই দুই মহিলা সহ যুবককে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় SOG এবং DDর। তল্লাশি চালাতেই তাদের হেফাজত থেকে উদ্ধার হয় ৫০০ গ্রাম ব্রাউন সুগার এবং নগদ ৫ লক্ষ ১৬ হাজার টাকা ।

ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ৪০০ টি ৫০০ টাকার নোট , ২০০০ টি ১০০ টাকার নোট , ১৫০০ টি ৫০ টাকার নোট , ১৭০০ টি ২০ টাকার নোট এবং ১০ টাকার নোট ৭০০ টি ।

মাদক পাচারের অভিযোগে তিন জনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম মহম্মদ আজাদ , আরসিদা খাতুন , আজমেরি খাতুন । তিন জনই মাটিগাড়ার বিশ্বাস কলোনির বাসিন্দা ।

পুলিশ সূত্রে খবর , মাটিগাড়া এলাকায় হাত বদলের পর শিলিগুড়িতে ওই মাদক পাচারের উদ্দেশ্য ছিল । ধৃতদের বুধবার শিলিগুড়ি আদালতে পেশ করা হবে । ধৃতদের রিমান্ডে নিয়ে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা , তা তদন্ত করবে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version