Crime : হরিয়ানায় চুরির ঘটনায় গ্রেপ্তার সাউথ কলোনির বাসিন্দা
শিলিগুড়ি , ৪ অগাষ্ট : চুরি করে ফেরার অভিযুক্তকে গ্রেপ্তার করল হরিয়ানার পুলিশ । হরিয়ানার একটি কারখানায় কাজ করত সাউথ কলোনির বাসিন্দা অনিল মুখিয়া সেখানকার কারখানার মালিকের বাড়িতে ৮ লক্ষ টাকার সোনার গহনা চুরি করে গত ৮ জুলাই পালিয়ে এসেছিল সে । এরপর থানায় অভিযোগ দায়ের হতেই সেখানকার পুলিশ তদন্তে নামে । অবশেষে মোবাইল নম্বর […]