Crime : সোনার দোকানের ডাকাতির ঘটনায় মহিলা সহ গ্রেপ্তার আরও তিন
শিলিগুড়ি , ১ জুলাই : শিলিগুড়ির হিলকার্ট রোডস্থিত সোনার দোকানের ডাকাতির ঘটনায় আরও তিন জনকে গ্রেপ্তার করল শিলিগুড়ি থানার পুলিশ ।ধৃতদের নাম সুমিত কুমার , শ্যাম সিং ও কমলেশ দেবী । সোনার দোকানের ডাকাতির ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার মোট ৬ । পুলিশ সূত্রের খবর অনুযায়ী ডাকাতির দিন অভিযুক্ত সুমিত কুমার ঘটনাস্থলে উপস্থিত ছিল । শ্যাম […]