National Commission : উত্তরবঙ্গ থেকে নারী পাচার নিয়ে উদ্বেগ প্রকাশ জাতীয় মহিলা কমিশনের
শিলিগুড়ি , ২০ অগাষ্ট : উত্তরবঙ্গ থেকে একের পর এক নারী পাচারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করল জাতীয় মহিলা কমিশন । চা বাগান গুলো রুগ্নপ্রায় অবস্থা এবং রাজ্য সরকারের দ্বিচারিতার জন্যই ফের সক্রিয় হয়েছে পাচারচক্র । পাচার রুখতে প্রশাসনিক সহযোগিতাও নেই এই রাজ্যের সরকারের । আর পি এফ আয়োজিত একটি কর্মশায় যোগ দিতে শিলিগুড়িতে এসে রাজ্যের […]