Police : সোনা পরিষ্কারের নাম করে চুরির অভিযোগে গ্রেপ্তার চার
শিলিগুড়ি , ৬ জুলাই : শিলিগুড়ি পুরনিগমের ৩৭ এবং ৩৮ নম্বর ওয়ার্ডের নিউ পালপাড়া এলাকায় সোনা পরিষ্কারের পাউডার বিক্রির নাম করে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার চার ।ধৃতদের নাম পঙ্কজ সা ও, পাণ্ডব কুমার , শম্ভু সাও ও গুড্ডু মন্ডল। সকলেই বিহার রাজ্যের বাসিন্দা। এছাড়াও তাদের কাছ থেকে একটি বাইক বাজেয়াপ্ত করা হয় । তবে এখনো চুরি […]