শিলিগুড়ি , ৯ ডিসেম্বর : দার্জিলিংয়ে সমতলের গাড়ি চালকদের হেনস্থার অভিযোগে ফের উত্তপ্ত পরিস্থিতি । কয়েক দিন আগেই পাহাড়ের গাড়ি চালকদের পক্ষ থেকে “সব ঠিক আছে” বলা হলেও , সমতলের চালকদের অভিযোগ দার্জিলিংয়ে নিয়ে গেলে সাইট সিন করতে দেওয়া হচ্ছে না , হুমকি দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে ।
এদিন শিলিগুড়ির ট্যাক্সি চালকরা বিষয়টি জানাতে মহকুমাশাসকের দপ্তরে গেলে প্রথমে কোনও আধিকারিকের সঙ্গে দেখা না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন । পরে এসডিও চালকদের ডেকে নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন ।
চালকদের হুঁশিয়ারি , যদি সমতলের গাড়িকে পাহাড়ে উঠতে না দেওয়া হয় , তাহলে পাহাড়ের গাড়িকেও সমতলে ঢুকতে দেওয়া হবে না । দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন তারা।
