Police : গরু পাচারের ছক বানচাল
শিলিগুড়ি , ২৭ মে : গরু পাচার রুখে দিল এসএসবি । রাতের অন্ধকারে নেপাল হয়ে মেচী নদী দিয়ে গরু পাচারের ছক বানচাল করল এসএসবি | নকশালবাড়ির ছোট মনিরামে ভারত নেপাল সীমান্তে ৮টি গরু উদ্ধার করেছে এসএসবি | সোমবার গভীর রাতে সীমান্তে টহলদারির সময় গরু পারাপারের বিষয়টি নজরে আসে এসএসবির । পরে এসএসবি জওয়ানরা ধরতে গেলে […]