December 3, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Investigation : চুরির তদন্তে নেমে সাফল্য , গ্রেপ্তার ৩

শিলিগুড়ি , ১০ সেপ্টেম্বর : নিউ জলপাইগুড়ি থানা এলাকায় সাইকেল এবং টোটো চুরির কিনারা করল পুলিশ | পৃথক দুই ঘটনায় গ্রেপ্তার ৩ | সাফল্য নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশের |

গত সোমবার অম্বিকানগর এলাকা থেকে একটি সাইকেল চুরি হয় । নিউ জলপাইগুড়ি থানায় সাইকেল চুরির লিখিত অভিযোগ জমা পড়তেই তদন্তে নামে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ ।

সূত্র অনুযায়ী , নিউ জলপাইগুড়ি থানা সংলগ্ন এনজেপি রেল হাসপাতাল মোড় থেকে বিভাস দত্ত নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ । তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে শিলিগুড়ি টিকিয়াপাড়া থেকে আরও ১০ টি সাইকেল উদ্ধার করে পুলিশ ।

অন্যদিকে ৮ সেপ্টেম্বর শিলিগুড়ির ৩৩ নম্বর ওয়ার্ডের গেটবাজার এলাকা থেকে একটি টোটো চুরি যায় । অভিযোগের ভিত্তিতে সেই ঘটনার তদন্তে নেমে গত সোমবার সৌরভ দে ও সুকুমার দাস নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া টোটো ।

জানাগেছে চুরি যাওয়া টোটোটি এনজেপির কাশ্মীর কলোণী এলাকায় বিক্রির উদ্যশ্য লুকিয়ে রেখেছিল দুস্কৃতিরা ।

মঙ্গলবার ধৃত তিনজনকেই জলপাইগুড়ি জেলা আদালতে পাঠায় পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *