October 10, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : বাসযাত্রীর কাছ থকে উদ্ধার বিপুল পরিমান গাঁজা , গ্রেপ্তার দুই

শিলিগুড়ি , ৯ সেপ্টেম্বর : সরকারি বাসযাত্রীর কাছ থকে উদ্ধার বিপুল পরিমান গাঁজা | গ্রেপ্তার মহিলা সহ দুই জন | শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের পশ্চিম মাদাতি টোলগেট এলাকায় অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ । উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসে তল্লাশি চালায় তারা । এক মহিলা ও এক ব্যক্তির ব্যাগ থেকে উদ্ধার হয় গাঁজা । দু’জনকে গ্রেপ্তার করে বিধান নগর থানার পুলিশ ।

ধৃতদের নাম সাবিত্রী বর্মন (৪৫) পীযূষ বর্মন (২৭) । পুলিশ সূত্রে জানা গিয়েছে , ধৃতদের কাছ থেকে ২৭ কেজি গাজা উদ্ধার হয়েছে । যার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা । উদ্ধার হওয়া গাঁজা কোচবিহার থেকে রায়গঞ্জে পাচারে উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল । এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *