Minor : তিন নাবালিকা নিজেরাই চলে গিয়েছিল হাওড়া ! কেন ,উত্তর খুঁজছে পুলিশ
শিলিগুড়ি , ২৩ নভেম্বর : শহরের এক নম্বর ওয়ার্ড থেকে নিখোঁজ হওয়া তিন নাবালিকাকে চার দিন পর উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ । ঘটনায় উৎকণ্ঠার পর আজ স্বস্তি ফিরে এল পরিবারগুলিতে । গত ১৯ তারিখ বাড়ি থেকে বেরোনোর পর আর খোঁজ মিলছিল না তিনজনের । বান্ধবীর জন্মদিন অনুষ্ঠানে যাচ্ছে বলে বাড়ি ছেড়েছিল তারা। এরপরই শুরু […]
