শিলিগুড়ি , ১৯ সেপ্টেম্বর : চুরি ও হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল শিলিগুড়ি থানার পুলিশ । গত কয়েক মাস ধরে শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটেছিল । সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার কর্তারা ।
তদন্তে নেমে পুলিশ মোট ৮০ টি মোবাইল ফোন উদ্ধার করে । এর মধ্যে শুক্রবার প্রায় ৫০ টি ফোন মালিকদের হাতে তুলে দেয় পুলিশ। বাকি ফোনগুলি যাচাই প্রক্রিয়ার পর মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে ।
শিলিগুড়ি থানার এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ । পুলিশ সূত্রে খবর , শহরে চুরি রুখতে ও হারানো জিনিস ফেরত দেওয়ার ক্ষেত্রে বিশেষ নজরদারি চালানো হচ্ছে ।