November 20, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Smuggling : হাসমিচকে বিপুল পরিমাণ টাকা সহ গ্রেপ্তার যুবক

শিলিগুড়ি , ২০ নভেম্বর : শিলিগুড়ি থেকে উদ্ধার প্রচুর টাকা । বড় সাফল্য শিলিগুড়ি পুলিশের । শিলিগুড়ির হাসমিচকে এক যুবককে আটক করে তার হেফাজত থেকে উদ্ধার হল ৩০ লক্ষ টাকা ।

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ির হাসমিচকে শিলিগুড়ি থানার আইসি প্রসেনজিৎ বিশ্বাস এবং এন্টি ক্রাইম উইং এর ওসি উদয় চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযান । এক স্কুটি চালককে আটক করে তল্লাশি চালাতে তার ব্যাগ থেকে উদ্ধার হয় ৩০ লক্ষ টাকা । আটক যুবকের নাম মহম্মদ ওয়াসিম । ধৃতের বাড়ি উত্তরপ্রদেশে ।

এই বিপুল পরিমাণ টাকা সে কোথায় নিয়ে যাচ্ছিল তার কোন সদুত্তর সে দিতে পারেনি । সূত্রের খবর ভারত বাংলাদেশ সীমান্তের ফুলবাড়ী এলাকায় বসবাস করত অভিযুক্ত যুবক । শিলিগুড়ি শহরের বুকে এত টাকা সাম্প্রতিকালে এই প্রথম উদ্ধার হল ।

লালকেল্লা বিস্ফোরণের পর থেকেই সতর্ক রাজ্য পুলিশ প্রশাসন । সতর্ক শিলিগুড়ি পুলিশ ও । আর এরই মাঝে উদ্ধার বিপুল পরিমাণ টাকা । একটি স্কুটি সহ ওই যুবককে আটক করে টাকা গোনার মেশিন নিয়ে এসে ওই টাকা গণনা করে শিলিগুড়ি থানার পুলিশ ।

উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এই যুবকের সাথে বিগত দিনে কার কার সঙ্গে ফোনে কথোপকথন হয়েছে সমস্ত কিছু তদন্ত শুরু করেছে শিলিগুড়ি থানার পুলিশ । ধৃতকে বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে পেশ করে শিলিগুড়ি থানার পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *