November 23, 2025
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Minor : তিন নাবালিকা নিজেরাই চলে গিয়েছিল হাওড়া ! কেন ,উত্তর খুঁজছে পুলিশ

শিলিগুড়ি , ২৩ নভেম্বর : শহরের এক নম্বর ওয়ার্ড থেকে নিখোঁজ হওয়া তিন নাবালিকাকে চার দিন পর উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ । ঘটনায় উৎকণ্ঠার পর আজ স্বস্তি ফিরে এল পরিবারগুলিতে । গত ১৯ তারিখ বাড়ি থেকে বেরোনোর পর আর খোঁজ মিলছিল না তিনজনের । বান্ধবীর জন্মদিন অনুষ্ঠানে যাচ্ছে বলে বাড়ি ছেড়েছিল তারা। এরপরই শুরু হয় রহস্য।

হঠাৎ তিন কিশোরীর একসঙ্গে উধাও হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছিল । অপহরণ , মানব পাচার নাকি অন্য কিছু—এই প্রশ্নে শহর জুড়ে শুরু হয় জোর আলোচনা। উদ্বেগ বেড়ে যায় প্রশাসনিক মহলেও । সেই রাতে পরিবারের পক্ষ থেকে প্রধান নগর থানায় নিখোঁজদের সন্ধান চেয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে প্রধান নগর থানার পুলিশ ও অ্যান্টি ক্রাইম উইং । শহরের একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় । পাশাপাশি বিভিন্ন যোগাযোগের সূত্র ধরে শুরু হয় অনুসন্ধান । অবশেষে আজ সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে উদ্ধার করা হয় তিন নাবালিকাকে । পরে তাদের থানায় আনার পর পরিবারের হাতে তুলে দেয় পুলিশ।

সূত্রের খবর , তিনজনই নিজেরাই হাওড়া চলে গিয়েছিল । তবে তারা সেখানে কেন গিয়েছিল , কার সঙ্গে দেখা করতে গিয়েছিল , অথবা আদৌ কারও প্ররোচনা ছিল কি না—তা তদন্ত করে দেখছে পুলিশ । সোশ্যাল মিডিয়ায় ওই তিনজন অত্যন্ত সক্রিয় ছিল বলেও জানা গিয়েছে , যার সূত্রে নতুন দিক খুঁজছে তদন্তকারীরা।

চার দিনের টানা দু:শ্চিন্তার অবসান হওয়ায় অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তিন পরিবারের সদস্যরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *