শিলিগুড়ি , ১৫ জানুয়ারি : মাটিগাড়ার পালপাড়া মোড়ে বালাসন সাব ট্রাফিক গার্ড অফিসের উদ্বোধন হল আজ ।
আজ এই নতুন কার্যালয়ের উদ্বোধন করেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার হেডকোয়ার্টার তন্ময় সরকার , ডেপুটি পুলিশ কমিশনার ট্রাফিক কাজী শামসুদ্দিন আহমেদ , ডেপুটি পুলিশ কমিশনার ইস্ট রাকেশ সিং সহ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং ট্রাফিকের আধিকারিকরা ।
ফিতা কেটে শিলিগুড়ির পুলিশ কমিশনার এই নতুন ভবনে প্রথম পা রাখেন । এই কার্যালয়ে থেকেই মাটিগাড়া থানার অন্তর্গত জাতীয় সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণ সহ পার্শ্ববর্তী এলাকার ট্রাফিক নিয়ন্ত্রণ করবেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের কর্মীরা।
আজ এই ট্রাফিকের কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় শিশুদের হাতে স্কুল ব্যাগ বিতরণ করা হয় । পাশাপাশি ট্রাফিক পুলিশের তরফ থেকে স্থানীয় অসহায় দরিদ্রদের হাতে তুলে দেওয়া হয় কম্বল। নতুন এই ট্রাফিক অফিসের উদ্বোধনের দিনকে স্মরণীয় রাখতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের তরফ থেকে একটি রক্তদান শিবিরের ও আয়োজন করা হয়েছিল আজ।

