Police : পুলিশের অভিযানে গ্রেপ্তার চার মাদক পাচারকারী
শিলিগুড়ি , ৬ মে : শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসে প্রধান নগর থানার পুলিশের অভিযানে গ্রেপ্তার চার মাদক পাচারকারী । ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে চারটি স্কুল ব্যাগ যার মধ্যে ছিল প্রায় প্রায় ৪০ কেজি গাঁজা । ধৃতদের বাড়ি কোচবিহার জেলার শীতলকুচিতে । কোচবিহার শীতলকুচি থেকে শিলিগুড়িতে এসেছিল এরা । গতকাল রাত দশটা নাগাদ শিলিগুড়ির […]