শিলিগুড়ি , ৩০ অক্টোবর : শিলিগুড়ির খড়িবাড়ি এলাকায় বাজেয়াপ্ত করা হল লক্ষাধিক টাকার মরফিন | গ্রেপ্তার করা হল তিন পাচারকারীকে |
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এসএসবি অভিযান চালায় ভারত নেপাল সীমান্ত থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে সোনাচণ্ডী রোডের ডুমুরিয়া সেতুতে |
বাজেয়াপ্ত করা মরফিনের পরিমাণ ৬৪.৯ গ্রাম । এস এস বি সূত্রে খবর এই মাদকের বাজার মূল্য আনুমানিক লক্ষাধিক টাকা।
একটি মোটর বাইক করে দুই মাদক পাচারকারী ওই মরফিন শিলিগুড়িতে ডেলিভারি করতে এসেছিল । বাজেয়াপ্ত করা হয়েছে ওই মাদক পাচারের কাজে ব্যবহৃত মোটরবাইক ।
পাশাপাশি ধৃত তিনজনের হেফাজত থেকে চারটি মোবাইল উদ্ধার করেছে এসএসবি ।
ধৃত তিন অভিযুক্তের নাম সাজ্জাদ হোসেন , সহিদ আলম ,এবং মুক্তার আলম | ধৃতদের মধ্যে একজনের বাড়ি ভক্তিনগর থানার মনসা মন্দির এলাকায় | ওপর দুই অভিযুক্ত চোপড়ার বাসিন্দা |
শাহিদ এবং মুক্তার ওই মাদক সাজ্জাদ হোসেনকে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিল বলেই সন্দেহ এসএসবির।
ধৃত তিন জনকেই গতকাল রাতে তুলে দেওয়া হয়েছে খড়িবাড়ি থানার পুলিশের হাতে । বৃহস্পতিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করে খড়িবাড়ি থানার পুলিশ।

