শিলিগুড়ি , ২০ সেপ্টেম্বর : শিলিগুড়ি তেনজিং নরগে বাস টার্মিনাস এলাকা থেকে উদ্ধার নেশা জাতীয় সামগ্রী ।
শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি প্রধান নগর থানার পুলিশ অভিযান চালায় | শিলিগুড়ি জংশন এলাকায় সন্দেহজনক এক যুবক ঘোরাঘুরি করছে এমন খবর আসে | টিম সাজিয়ে জংশন এলাকায় তেনজিং নরগে বাস টার্মিনাস এর পাশে হানা দেয় প্রধান নগর থানার পুলিশ।
অভিযানে মেলে সাফল্য।
বাস টার্মিনাসের পেছনের গেটের সামনেই পুলিশের হাতে ধরা পড়ে রাজা কামতি ওরফে রানা ঠাকুর। রানা ঠাকুরের হেফাজতে থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ কাফ সিরাপ।
প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে ওই কাফ সিরাপ বিক্রির উদ্দেশ্যে শুক্রবার রাতে বাস টার্মিনার্সের পেছনের এলাকায় অপেক্ষা করছিল। । ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয় । তদন্ত শুরু করেছে পুলিশ |